ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে ছুরিকাঘাতে যুবক খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৭ ঘণ্টা, জুলাই ৯, ২০২৩
ঝিনাইদহে ছুরিকাঘাতে যুবক খুন মেহেদী হাসান

ঝিনাইদহ: ঝিনাইদহের কালিগঞ্জ পৌরসভার ফয়লা মাস্টারপাড়া এলাকায় প্রতিবেশীর ছুরিকাঘাতে মেহেদী হাসান (২৫) নামে এক যুবক খুন হয়েছেন বলে জানা গেছে।  

শনিবার (৮ জুলাই) রাতে এ ঘটনা ঘটে।

নিহত মেহেদী একই এলাকার সফর আলীর ছেলে।

স্থানীয়রা জানান, শনিবার রাত ১২টার দিকে দোকানে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন মেহেদী। এর কিছুক্ষণ পর প্রতিবেশী আকরামের সঙ্গে কথা কাটাকাটি হয় মেদেহীর। একপর্যায়ে মেহেদীকে এলোপাতাড়ি ছুড়িকাঘাত করে জখম করেন আকরাম। টের পেয়ে আশপাশের লোকজন তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান জানান, নিহত মেহেদীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত আকরামকে আটক করেছে পুলিশ। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, জুলাই ০৯, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।