ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

সাংবাদিক নাদিম হত্যা: ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৩ ঘণ্টা, জুলাই ১০, ২০২৩
সাংবাদিক নাদিম হত্যা: ছাত্রলীগ নেতা গ্রেপ্তার গ্রেপ্তার ছাত্রলীগ নেতা শামীম গাজী

জামালপুর: বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জামালপুর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট গোলাম রব্বানী নাদিম হত্যায় জড়িত সাধুপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শামীম গাজিকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।  

রোববার (৯ জুলাই) রাত ৮টার দিকে বকশিগঞ্জ পৌর শহরের গরুহাটা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ ও বকশীগঞ্জ থানা পুলিশের যৌথ দল।

গ্রেপ্তার শামীম গাজী সাধুরপাড়া ইউনিয়নের আর্চ্চাকান্দি গ্রামের কবির আলীর ছেলে ও মামলার ৫ নম্বর আসামি গাজি ওমর আলীর ছোটো ভাই। এছাড়া সাধুপাড়া ইউনিয়নের বহিষ্কৃত চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর ঘনিষ্ঠ বলে জানা গেছে।  

এ হত্যা মামলায় এখন পর্যন্ত মোট ১৬ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে পাঁচ জন এজাহার ভুক্ত আসামি।  

জামালপুর জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আরমান আলী ছাত্রলীগ নেতা শামীমের গ্রেপ্তারের বিষয় নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, গোলাম রব্বানি হত্যা মামলায় বিভিন্ন সময়ে গ্রেপ্তার আসামিদের জবানবন্দিতে গাজী শামীমের নাম উঠে এসেছে। প্রাথমিক তদন্তেও ওই হত্যাকাণ্ডের ঘটনায় তার জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। শামীম গাজীকে গোয়েন্দা পুলিশ ও বকশীগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১০ জুলাই) আদালতে পাঠানো হবে তাকে।  

এ বিষয়ে বকশিগঞ্জ উপজেলায় ছাত্রলীগের আহ্বায়ক রাজ রাজনের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে প্রথমে রিং হলেও পরে ফোন বন্ধ পাওয়া যায়।  

সাংবাদিক নাদিম হত্যার প্রায় এক মাস হতে চলল। সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতা মাহমুদুল আলম বাবুকে নিয়ে সংবাদ প্রকাশকে কেন্দ্র করে গত ১৪ জুন সন্ত্রাসী হামলার শিকার হন গোলাম রব্বানী নাদিম।  

পরদিন (১৫ জুন) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যান তিনি।

এ ঘটনায় নিহতের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করে নামীয় ২২ জন ও অজ্ঞাত নামা আরও ২০/২৫ জনের বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় মামলা করেন। পরে বাবু চেয়ারম্যানসহ ১৪ আসামিকে গ্রেপ্তারের পর কারাগারে নেওয়া হয়। ১৪ জনের মধ্যে প্রধান আসামি মাহমুদুল আলম বাবু, মনিরুজ্জামান মনির ও রেজাউল হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।  

বাংলাদেশ সময়: ০৭১৭ ঘণ্টা, জুলাই ১০, ২০২৩
এসএফ/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।