ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নাদিম হত্যা: ছাত্রলীগ নেতাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, জুলাই ১০, ২০২৩
নাদিম হত্যা: ছাত্রলীগ নেতাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ 

জামালপুর: জামালপুরে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রলীগ নেতা শামীম গাজীকে জেলগেটে একদিন জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (১০ জুলাই) দুপুরে জামালপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বকশীগঞ্জ আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তানভীর আহম্মেদ এ আদেশ দেন।

মামলার বাদী পক্ষের আইনজীবী ইউসূফ আলী বলেন, শামীম গাজীকে আদালতে নেওয়ার পর ৫ দিনের রিমান্ড আবেদন করে ডিবি পুলিশ। পরে বিচারক দুই পক্ষের যুক্তিতর্ক শুনে শামীম গাজীকে জেল গেটে একদিন জিজ্ঞাসাবাদের আদেশ দেন।

এর আগে রোববার (৯ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে বকশীগঞ্জের পুরাতন গরুহাটি থেকে সাধুরপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শামীম গাজীকে গ্রেপ্তার করে পুলিশ।

এ নিয়ে এ মামলায় গ্রেপ্তার হয়েছেন মোট ১৬ জন। বিভিন্ন মেয়াদে রিমান্ড শেষে কারাগারে রয়েছে ১৫ জন আসামি। এর মধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন প্রধান আসামি বাবুসহ চারজন।

গত ১৪ জুন রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জের পাটহাটি এলাকায় হামলার শিকার হন সাংবাদিক গোলাম রব্বানী নাদিম। এরপর ১৫ জুন মারা যান তিনি।

এ ঘটনায় ১৭ জুন দুপুরে বকশীগঞ্জ থানায় নিহত নাদিমের স্ত্রী মনিরা বেগম একটি মামলা করেন।

মামলায় ২২ জনের নামোল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয় আরও ২০ থেকে ২৫ জনকে।

মামলার দ্বিতীয় আসামি হলেন বাবুর ছেলে ফাহিম ফয়সাল রিফাত ও তৃতীয় আসামি করা হয় উপজেলা আওয়ামী লীগের নেতা রাকিবুল্লাহ রাকিবকে।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, জুলাই ১০, ২০২৩
এসএফ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।