ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

জাতীয়

রাজধানীতে কাঁঠাল পাড়তে গিয়ে পরিচ্ছন্ন কর্মীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ৬:০৩ পিএম, জুলাই ১১, ২০২৩
রাজধানীতে কাঁঠাল পাড়তে গিয়ে পরিচ্ছন্ন কর্মীর মৃত্যু

ঢাকা: রাজধানীর আজিমপুরে কাঁঠাল পাড়তে গিয়ে গাছ থেকে পরে আলম (৬০) নামে এক পরিচ্ছন্নকর্মী মারা গেছে।

মঙ্গলবার (১১ জুলাই) পৌনে ৩টার দিকে লালবাগ আজিমপুর ওয়েস্ট অ্যান্ড হাইস্কুলের ভেতরে এ ঘটনাটি ঘটে।

পরে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক সারে ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নিয়ে আসা স্কুলের সহকারী শিক্ষক নাজিম উদ্দিন জানান, স্কুলের ভেতরে গাছে কাঁঠাল পাড়তে উঠেছিল আলম। হঠাৎ কাঁঠাল গাছের ডাল ভেঙে নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে দ্রুত হাসপাতালে নিয়ে আসলে সেখানে মারা যান তিনি।

মৃত ব্যক্তির ছেলে জুবায়ের হোসেন জানান, তাদের বাড়ি কুমিল্লার হোমনায় উপজেলায়। বর্তমানে হাজারীবাগ এনায়েতগঞ্জ এলাকায় থাকি। তার বাবা ওই স্কুলের পরিচ্ছন্নকর্মীর কাজ করতো। বিকেলে ওই স্কুলের এক শিক্ষকের কাছ থেকে জানতে পারি বাবা গাছ থেকে পড়ে গেছে। তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেছে। পরে এসে বাবার মরদেহ দেখতে পাই।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. মাসুদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি লালবাগ থানা পুলিশকে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়:১৮০৩ ঘণ্টা, জুলাই ১১, ২০২৩
এজেডএস/এসএম

বাংলাদেশ সময়: ৬:০৩ পিএম, জুলাই ১১, ২০২৩ /

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।