ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সিলেটে নৌকা ডুবি, শ্রমিক নিখোঁজ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২১ ঘণ্টা, জুলাই ১২, ২০২৩
সিলেটে নৌকা ডুবি,  শ্রমিক নিখোঁজ

সিলেট: সিলেটের কোম্পানীগঞ্জে নৌকা ডুবিতে ফরিদ মিয়া (৪৩) নামে এক শ্রমিক নিখোঁজ হয়েছেন।  

বুধবার (১২জুলাই) সকালে লম্বাকান্দির পশ্চিম হাওরে এ ঘটনা ঘটে।

নিখোঁজ ফরিদ মিয়া উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের লম্বাকান্দি গ্রামের মৃত সাহেব আলীর ছেলে। তিনি চুনাপাথর শ্রমিক।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায়, বুধবার ভোরে লম্বাকান্দি গ্রাম থেকে চেলাগাঙে চুনাপাথরের কাজের উদ্দেশে ৪৫ জন শ্রমিক নৌকা দিয়ে লম্বাকান্দির পশ্চিম হাওরে যাওয়ার পথে নৌকা ডুবে যায়। এর মধ্যে ৪৪ জন উদ্ধার হলেও ফরিদ মিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

তিনি বলেন, জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে রয়েছেন। ফায়ার সার্ভিসের ডুবুরি দল, পুলিশের পাশাপাশি এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও সন্ধান চালানো হচ্ছে।

বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, জুলাই ১২, ২০২৩
এনইউ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।