ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে ৩৬০০ ইয়াবাসহ ৫ কারবারি গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, জুলাই ২০, ২০২৩
ফরিদপুরে ৩৬০০ ইয়াবাসহ ৫ কারবারি গ্রেপ্তার

ফরিদপুর: ফরিদপুরে ৩ হাজার ৬০০টি ইয়াবা ট্যাবলেটসহ পাঁচ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।  

বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে জেলা শহরের ব্রাহ্মণকান্দা এলাকায় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তাররা হলেন- জেলার মধুখালী উপজেলার বনমালিদিয়া এলাকার মৃত পাচু ফকিরের ছেলে আলী আকবর ফকির (৫০), নগরকান্দা উপজেলার সেন্টু কাজীর ছেলে ইমরুল কাজী (৩৭), কক্সবাজার জেলার উখিয়া উপজেলার ডিলপাড়া এলাকার মোহাম্মাদ হোসেনের ছেলে জসিম উদ্দিন (৩৮), কক্সবাজার সদরের বৌদ্দগুনা এলাকার নুরুল হকের ছেলে মো. ফারুক (৩২) ও একই জেলার খসরুকুল দক্ষিণ মামুনপাড়া এলাকার মো. সেলিমের ছেলে মো. খোকন তারেক (২০)।  

এর মধ্যে গ্রেপ্তার আলীর বিরুদ্ধে একটি মাদক মামলার যাবজ্জীবন সাজা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন থানায় আরও ছয়টি মাদক মামলা রয়েছে।  

গ্রেপ্তারে সত্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের কোতোয়ালি জোনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে নতুন করে একটি মাদক মামলা দায়ের শেষে বৃহস্পতিবার বিকেলে ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, জুলাই ২০, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।