ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

জাতীয়

নড়াইলে ট্রলি খাদে পড়ে কিশোর চালকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৬, জুলাই ২২, ২০২৩
নড়াইলে ট্রলি খাদে পড়ে কিশোর চালকের মৃত্যু প্রতীকী ছবি

নড়াইল: নড়াইল জেলা সদরে বালুবাহী ট্রলি খাদে পড়ে রাহুল মণ্ডল (১৩) নামে কিশোরের মৃত্যু হয়েছে।  

শনিবার (২২ জুলাই) দুপুরের দিকে জেলা সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের জুড়ালিয়া উত্তরপাড়ায় মোস্তফা মাস্টারের বাড়ির সামনে এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাহুল মণ্ডল নড়াইল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের রঘুনাথপুর গ্রামের জাকির মণ্ডলের ছেলে। সে স্থানীয় বিআরডি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।  

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বালিবাহী ট্রলি নড়াইল জুড়ালিয়া সড়কে বালি ফেলে দ্রুত গতিতে ফিরছিল। পথে জুড়ালিয়া উত্তরপাড়ার মোস্তফা মাস্টারের বাড়ির সামনের মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলি খাদে উল্টে তার নিচে চাপা পড়ে চালক রাহুল। স্থানীয়রা কিশোরটিকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি মো. সাইফুল ইসলাম জানান, নিহত রাহুল সপ্তম শ্রেণির ছাত্র। দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় পড়াশোনার পাশাপাশি ট্রলি চালাতো।  

শাহাবাদ ইউনিয়ন পুলিশের বিট কর্মকর্তা এসআই মো. সিরাজুল ইসলাম দুর্ঘটনায় কিশোরের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, জুলাই ২২, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।