ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ভাটারায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৩ ঘণ্টা, জুলাই ২৩, ২০২৩
ভাটারায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

ঢাকা: রাজধানীর ভাটারায় মো. আবুল কাশেম (৪১) নামে এক সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১)।

শনিবার (২২ জুলাই) রাতে র‌্যাব-১ এর সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. পারভেজ রানা বিষয়টি নিশ্চিত করেন।

 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ৯টার দিকে যমুনা ফিউচার পার্ক এলাকায় র‍্যাব-১ এর একটি দল অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও একটি সীম কার্ড টাকা জব্দ করা হয়।

আসামি কাশেমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান র‌্যাব-১ এর সহকারী পরিচালক পারভেজ।

বাংলাদেশ সময়: ১০০২ ঘণ্টা, জুলাই ২২, ২০২৩
এমএমআই/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।