ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে পুকুর ভেসেছিল চা-দোকানির মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৬ ঘণ্টা, জুলাই ২৩, ২০২৩
ঝিনাইদহে পুকুর ভেসেছিল চা-দোকানির মরদেহ

ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দামুদরপুর গ্রামের একটি পুকুর থেকে বিল্লাল হোসেন (৬০) নামের এক চা-দোকানির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৩ জুলাই) সকালে দামুদরপুর গ্রামে ইটভাটার একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

 

বিল্লাল হোসেন একই গ্রামের মৃত মনু মিয়ার ছেলে।

স্থানীয় জানান, শনিবার দুপুরে তার জমিতে কাজ করা শ্রমিকদের খাবার দেওয়ার জন্য বাড়ি থেকে বের হয় বিল্লাল হোসেন। এরপর থেকেই সে নিখোঁজ ছিল। সকালে পুকুরে মরদেহ ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।  

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) মাহবুর রহমান জানান, তার গায়ে আঘাতের কোনো চিহ্ন নেই। ময়নাতদন্তের রির্পোট পেলে বিষয়টি জানা যাবে।

বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, জুলাই ২২, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।