চাঁদপুর: চাঁদপুর জেলা সদরের ২৫০ শয্যা সরকারি জেনারেল হাসপাতালের রোগীদের খাবার মাছ, চাল, আলুসহ রসদ চুরির ঘটনায় ৩ জনকে বরখাস্ত করেছেন হাসপাতালে কর্তৃপক্ষ।
রোববার (২৩ জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ কে এম মাহবুবুর রহমান।
বরখাস্তরা হলেন - বাবুর্চি রেজিয়া বেগম, তার মেয়ে সহকারী বাবুর্চি পারুল বেগম ও নাতি সাকিল।
শনিবার (২২ জুলাই) হাসপাতাল কর্তৃপক্ষ এই ৩ জনকে লিখিত চিঠি দিয়ে বরখাস্ত করেন।
এর আগে গত ২০ জুলাই বৃহস্পতিবার বাবুর্চি রেজিয়াসহ ৩ জন মিলে রোগীদের বরাদ্দকৃত বেশ কিছু মাছ, চাল, আলু এবং রুটিসহ বিভিন্ন খাবার রসদ চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। এসময় হাসপাতাল গেটে অটোরিকশায় ওঠানোর সময় তাদের হাতেনাতে ধরে ফেলেন স্থানীয় যুবকরা । পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ কে এম মাহবুবুর রহমান বলেন, ঘটনার পর থেকে বর্তমানে অন্য লোক দিয়ে হাসপাতালের রান্না ও খাবার পরিবেশনের কাজ চালানো হচ্ছে। পূর্বে যে তিনজন হাসপাতালের রান্না ঘরের দায়িত্বে ছিলেন চুরির ঘটনার পর তাদের লিখিত চিঠি দিয়ে বরখাস্ত করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, জুলাই ২৩, ২০২৩
এসএএইচ