ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে বেশি বেশি গাছ লাগান: শাহাব উদ্দিন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, জুলাই ২৩, ২০২৩
প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে বেশি বেশি গাছ লাগান: শাহাব উদ্দিন

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে বেশি বেশি গাছ লাগাতে বলেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন। বাংলাদেশের প্রতিটি নাগরিককে বছরে অন্তত একটি করে গাছ লাগাতেও তিনি আহ্বান জানিয়েছেন।

রোববার (২৩ জুলাই) বন অধিদপ্তরে আয়োজিত বৃক্ষমেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মন্ত্রী বলেন, প্রত্যেকে একটি করে গাছ লাগালে বছরে কমপক্ষে ১০ কোটি গাছ লাগানো হয়। পাশাপাশি সরকারও গড়ে প্রতি বছর প্রায় আট কোটি গাছ লাগিয়ে থাকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে সবাই বেশি বেশি করে গাছ লাগিয়ে বর্তমান ও ভবিষ্যতের জন্য একটা স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তুলতে হবে।

বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আব্দুল্লাহ হারুন, বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান নাসির উদ্দীন আহমেদ প্রমুখ। স্বাগত বক্তব্য দেন বন অধিদপ্তরের উপপ্রধান বন সংরক্ষক মো. মঈনুদ্দিন খান।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, জুলাই ২৩, ২০২৩
জিসিজি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।