পটুয়াখালী: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেছেন, নতুন নতুন খেলোয়াড় তৈরিতে আগামী মাস থেকে চালু করা হবে বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষা উপবৃত্তি। প্রাথমিক পর্যায়ে স্কুল ও কলেজে অধ্যয়নরত ৫০০ জন খেলোয়াড়দের এই সুবিধার আওতায় আনা হবে।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘আমার গ্রাম আমার শহর’ বাস্তবায়নে অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি নাগরিকদের শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়া ও দক্ষ জনগোষ্ঠী তৈরিতে কাজ করে যাচ্ছে সরকার। জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে নির্মাণ করা হবে শেখ রাসেল মিনি স্টেডিয়াম।
রোববার (২৩ জুলাই) জেলা শিল্পকলা একাডেমিতে 'খেলাধুলার মানোন্নয়ন' শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি আরও বলেন, বর্তমান সরকার পটুয়াখালী অ্যাডভোকেট কাজী আবুল কাশেম স্টেডিয়ামের পূর্ণাঙ্গ গ্যালারি নির্মাণ করে দিয়েছে। পেভিলিয়ন করা হয়েছে। প্রেসবক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। ২৬ কোটি টাকা রাখা হয়েছে যা দিয়ে সব কাজ করা হবে। শুধু পটুয়াখালীতে নয় জেলার দশমিনা, দুমকী, মির্জাগঞ্জেও শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে বলে জানান ক্রীড়া প্রতিমন্ত্রী।
জেলা প্রশাসক মো. শরীফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, স্থানীয় সংসদ সদস্য মুহিবুর রহমান ও এসএম শাহাজাদা সাজু, জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ, পুলিশ সুপার, জেলা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান, জেলা সংস্থা ও যুব উন্নয়ন অধিদপ্তরের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এসময় বঙ্গবন্ধু ক্রীড়া সেবী ফাউন্ডেশন থেকে পটুয়াখালী জেলার আহত ও অসচ্ছল খেলোয়াড় ও ক্রীড়া প্রেমীদের অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
এর আগে পটুয়াখালী অ্যাডভোকেট আবুল কাসেম স্টেডিয়ামের অধিকতর উন্নয়ন ও সদর উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রতিমন্ত্রী।
বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, জুলাই ২৩, ২০২৩
আরএ