ঢাকা, শুক্রবার, ১৭ শ্রাবণ ১৪৩২, ০১ আগস্ট ২০২৫, ০৬ সফর ১৪৪৭

জাতীয়

বৈচিত্র্যময় চ্যালেঞ্জ মোকাবিলা করেই কাজ করছে ভূমি মন্ত্রণালয় 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১০, জুলাই ২৩, ২০২৩
বৈচিত্র্যময় চ্যালেঞ্জ মোকাবিলা করেই কাজ করছে ভূমি মন্ত্রণালয় 

ঢাকা: ভূমি মন্ত্রণালয় বৈচিত্র্যময় চ্যালেঞ্জ মোকাবিলা করেই ভূমিসেবা ডিজিটাইজেশনের কাজ করছে বলে জানিয়েছেন ভূমি সচিব মো. খলিলুর রহমান।

তিনি বলেন, ভূমির বৈচিত্র্যতা অসম।

বিভিন্ন ধরনের কাগজপত্র ও দলিলাদি নিয়ে কাজ করতে হয় ভূমি ব্যবস্থাপনায়, যা একটি চ্যালেঞ্জ।  

রোববার (২৩ জুলাই) ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষ থেকে ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশ ২০২৩ এর আয়োজনে ‘ল্যান্ড অটোমেশন ইউজিং ব্লকচেইন’ শীর্ষক এক ভার্চ্যুয়াল সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  

সচিব খলিলুর রহমান বলেন, আমরা মনে করি যেখানে চ্যালেঞ্জ, সেখানে সুযোগ সৃষ্টি হয়, সেখানেই উদ্ভাবনের সুযোগ থাকে, সেখানেই এগিয়ে যাওয়ার পথ থাকে। ভূমিসেবা ডিজিটাইজেশন কার্যক্রমের শুরু থেকেই ডিজিটাল নিরাপত্তাকে অত্যন্ত গুরুত্বসহকারে গ্রহণ করে এ ব্যাপারে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ভূমি মন্ত্রণালয়।  

তিনি বলেন, এ ব্যবস্থা আরও সুরক্ষিত, জবাবদিহিমূলক এবং স্বচ্ছ করার জন্য ভূমি ব্যবস্থাপনা ডিজিটাইজেশনের কোন পর্যায়ে এবং কোন ক্ষেত্রে ব্লকচেইন প্রযুক্তি ব্যবহার করা যায় তার সক্ষমতা যাচাই করা হবে।  

ভূমি সচিব খলিলুর রহমান বলেন, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ইতোমধ্যে বেশ কয়েকবার ভূমি ব্যবস্থাপনায় ব্লকচেইন প্রযুক্তি ব্যবহারের সম্ভাবনার কথা বলেছেন।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশের আহ্বায়ক ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ, ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রজেক্টের প্রকল্প পরিচালক ড. মোজাফফর আহমেদ, ভূমি মন্ত্রণালয়ের ডিকেএমপি অনুবিভাগের যুগ্ম সচিব ড. মো. জাহিদ হোসেন পনিরসহ ভূমি মন্ত্রণালয় ও ভূমিসেবা সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এবং ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশ ২০২৩ সংশ্লিষ্ট আয়োজকরা।  

সেমিনারে মডারেটর হিসেবে উপস্থিত ছিলেন ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশের সমন্বয়ক হাবীবুল্লাহ এন করিম। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশি ব্লক চেইন ডেভেলপার প্রকৌশলী তাহলিল।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, জুলাই ২৩, ২০২৩
জিসিজি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।