গাজীপুর: জয়দেবপুর রেলওয়ে জংশন এলাকায় ট্রেনে কাটা পড়ে এক নারী নিহত হয়েছেন। রোববার (২৩ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে ঘটনাটি ঘটে।
নিহতের নাম জোহরা বেগম (৪৪)। তিনি গাজীপুর সিটি করপোরেশনের দক্ষিণ ছায়াবীথি এলাকার আকবর আলীর স্ত্রী বলে জানা গেছে।
জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মো. শহিদুল্লাহ হিরো জানান, দীর্ঘদিন ধরে পরিবারসহ দক্ষিণ ছায়াবীথি এলাকায় বসবাস করতেন জোহরা বেগম। তিনি মানসিক প্রতিবন্ধী ছিলেন। বিকেলে জয়দেবপুর এলাকায় গাজীপুর মেট্রোপলিটন সদর থানা সংলগ্ন জয়দেবপুর-রাজশাহী রেললাইনে ট্রেনে কাটা পড়েন তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বাংলাদেশ সময়: ২০২৩, জুলাই ২৩, ২০২৩
আরএস/এমজে