ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

কেক কেটে মাতৃগর্ভে গুলিবিদ্ধ সুরাইয়ার জন্মদিন পালন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, জুলাই ২৩, ২০২৩
কেক কেটে মাতৃগর্ভে গুলিবিদ্ধ সুরাইয়ার জন্মদিন পালন

মাগুরা: কেক কেটে মাতৃগর্ভে গুলিবিদ্ধ সুরাইয়ার জন্মদিন পালন করেছে তার পরিবার। জন্মদিন উপলক্ষে রোববার (২৩ জুলাই) সকাল থেকে সুরাইয়ার বাড়িতে চলছিল উৎসবের আমেজ।

 

রাত সাড়ে ৭টার দিকে শহরের দোয়ার পাড় নিজ বাড়িতে নতুন পোষাক পরে স্কুল বন্ধুদের সঙ্গে নিয়ে জন্মদিনের কেক কাটে সুরাইয়া।

সুরাইয়ার মা নাজমা পারভীন বলেন, প্রতি বছর এই দিনে আমাদের সাধ্য মতো চেষ্টা করি সুরাইয়ার জন্মদিন পালন করার। এ বছর সুরাইয়ার জন্মদিন উপলক্ষে দুই সেট নতুন কাপড় কিনে দিয়েছি। বাসায় পায়েস, সেমাই, মুরগির মাংস রান্না করেছি। পাড়া প্রতিবেশীদের দাওয়াত করেছি। তাছাড়া সুরাইয়ার জন্মদিন উপলক্ষে স্থানীয় মসজিদে মিলাদের আয়োজনও ছিল।

সুরাইয়ার বাবা বাচ্চু ভুঁইয়া বলেন, আমি ছোট একটি চায়ের দোকান চালাই, এই দোকানের আয় দিয়ে আমার সংসার চলে। সুরাইয়ার জন্মদিনে প্রতি বছরের মতো এবারও ছোট পরিসরে আয়োজন ছিল।  

তিনি বলেন, ঠিক মতো চলাফেরা করতে পারে না সুরাইয়া। হামাগুড়ি দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করে। সুরাইয়াকে যদি নিয়মিত ব্যায়াম ও থেরাপি দেওয়া যেত তাহলে সুরাইয়া সুস্থ স্বাভাবিক শিশুর মত বেড়ে উঠত। তিনি সুরাইয়ার উন্নত চিকিৎসার দাবি জানান।

বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, জুলাই ২৩, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।