ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

সুনামগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪০ ঘণ্টা, জুলাই ২৪, ২০২৩
সুনামগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু 

সিলেট: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় পৃথক স্থানে খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।  

রোববার (২৩ জুলাই) বিকেলে ও সন্ধ্যায় উপজেলার জয়কলস ইউনিয়নে আহসানমারা এলাকায় ও পশ্চিম পাগলা ইউনিয়নের চন্দ্রপুরে এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশুরা হলো উপজেলার জয়কলস ইউনিয়নের আহসানমারা গ্রামের বাহার উদ্দিনের ছেলে রায়হান আহমদ (২) ও চন্দ্রপুর (নোয়াবাড়ি) গ্রামের সাইদুল ইসলামের মেয়ে মাইমুনা আক্তার (৬)।  

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, পরিবারের লোকজনের অগোচরে শিশু রায়হান হামাগুড়ি দিয়ে বাড়ির পাশে খালের পানিতে পড়ে যায়। তার মা রত্মা বেগম শিশু সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। অনেক খোঁজাখুঁজির পর বিকেল ৩টায় বাড়ির পাশের খালের পানিতে শিশুটিকে ভাসতে দেখেন। পরে তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

এদিকে শনিবার সন্ধ্যায় একই উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের চন্দ্রপুর (নোয়াবাড়ি) গ্রামের বাড়ির সাঁকো থেকে পড়ে পানিতে ডুবে মারা যায় শিশু মাইমুনা।  

স্থানীয়রা জানান, মাইমুনা সন্ধ্যার দিকে সাঁকোর ওপর থেকে পড়ে যায়। প্রায় এক ঘণ্টা তাকে পানিতে খোঁজাখুঁজি করেন স্বজনরা। পরে সন্ধ্যা ৭টায় বাড়ির সামনের খাল থেকে মাইমুনার মরদেহ উদ্ধার করেন স্বজনরা।  

পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জগলুল হায়দার ও জয়কলস ইউপি সাবেক সদস্য রুকিয়া বেগম পৃথক স্থানে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, জুলাই ২৪, ২০২৩
এনইউ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।