ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৯ ঘণ্টা, জুলাই ২৪, ২০২৩
রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত

রাজবাড়ী: রাজবাড়ীর কালুখালীতে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে কাজী মুর্তজা হামিম নিপুন (৫০) নামে মোটরসাইকেল আরোহী এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন।

রোববার (২৩ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার গান্ধিমারা এলাকায় পাংশা হাইওয়ে থানার সামনে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

কাজী মুর্তজা হামিম নিপুন কালুখালীর রতনদিয়া রজনীকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তার বাড়ি রতনদিয়া গ্রামে।

নিহতের সহকর্মী রতনদিয়া রজনীকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নাজমুল হাসান বলেন, ‘কাজী মুর্তজা হামিমের ছেলে ইমন রাজবাড়ী সরকারি কলেজে এইচএসসি প্রথম বর্ষে পড়ে। রাজবাড়ী শহরে সে তার ফুপুর বাড়িতে থাকে। রাতে ওই বাড়ি থেকে ইমনকে নিয়ে মোটরসাইকেলে করে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক দিয়ে কালুখালীর রতনদিয়ায় নিজ বাড়িতে ফিরছিলেন স্কুলশিক্ষক নিপুন। পথে পাংশা হাইওয়ে থানার সামনে এলে বিপরীত দিক থেকে আসা একটি বাসের হেডলাইটের আলো তার চোখে লাগে। এসময় তিনি নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেলটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা দুর্ঘটনাকবলিত একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এতে তিনি মাথায় আঘাত পান। হাইওয়ে পুলিশের সদস্যরা তাকে ও তার ছেলেকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠায়।

অবস্থা গুরুতর হওয়ায় তাকে সদর হাসপাতাল থেকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পর জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে তার ছেলে ইমন সুস্থ রয়েছে।

পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এস এম আসাদুজ্জামান বলেন, থানার ভেতরে জায়গা না হওয়াতে বিভিন্ন সময়ে দুর্ঘটনাকবলিত গাড়িগুলো থানার সামনে সড়ক থেকে কিছুটা দূরে রাখা হয়। সেই গাড়িতে কেউ এসে ধাক্কা দিলে আমাদের কিছু করার থাকে না। দুর্ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গেই আমাদের পুলিশ সদস্যরা দুজনকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠায়। তবে সেসময় কারো অবস্থাই এতটা গুরুতর ছিল না।

তিনি আরও বলেন, মোটরসাইকেলটি থানায় রয়েছে। মরদেহটি যেহেতু ফরিদপুরে রয়েছে। সেজন্য মরদেহ ময়নাতদন্তের বিষয়ে সেখানকার পুলিশ ব্যবস্থা নেবে।

বাংলাদেশ সময়: ১১১৭ ঘণ্টা, জুলাই ২৪, ২০২৩

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।