ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

নাথান বমকে ঢাকায় বাসা ঠিক করে দেন শারক্বীয়ার আমির

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, জুলাই ২৪, ২০২৩
নাথান বমকে ঢাকায় বাসা ঠিক করে দেন শারক্বীয়ার আমির

ঢাকা: পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প্রধান নাথান লনচেও বম ২০২২ সালের আটটি মাস ঢাকায় অবস্থান করছিলেন। রাজধানীর বাসাবো এলাকায় তাকে বাসা ঠিক করে দেন জঙ্গি সংগঠন জামাতুল আনসার আল ফিল হিন্দাল শারক্বীয়ার আমির মো. আনিসুর রহমান মাহমুদ।

রোববার (২৩ জুলাই) রাতে মুন্সিগঞ্জের লৌহজং থেকে আনিসুরকে গ্রেপ্তারের পর এ তথ্য জানায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)। তার সঙ্গে গ্রেপ্তার হন দুই দেহরক্ষী কাজী সরাজ উদ্দিন রিয়াজ ও মাহফুজুর রহমান বিজয়।

এ দিনজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, নাথান ঢাকায় কয়েক মাস ছিলেন। বাসাবোয় আনিসুর রহমান বাসাটি নাথান বমকে ভাড়া করে দেন। আমাদের অভিযান শুরুর পর তিনি ঢাকা ছেড়ে চলে যান।

সোমবার (২৩ জুলাই) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে নিজেদের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, আনিসুর রহমানের সঙ্গে নাথান বমের যোগাযোগ ছিল। ক্লোজ গ্রুপের মাধ্যমে যোগাযোগ রক্ষা করছিলেন তারা। নাথান বম বর্তমানে পার্শ্ববর্তী দেশের মিজোরামে অবস্থান করছেন বলে র‍্যাবকে জানিয়েছেন আনিসুর রহমান।

র‍্যাব জানায়, নাথান লনচেও বম ঢাকায় অবস্থানকালে ২০২২ সালের অক্টোবরে আইনশৃঙ্খলা বাহিনী পার্বত্য চট্টগ্রামে অভিযান শুরু করে। এ সময় তিনি আত্মগোপনে চলে যান। ঢাকায় তিনি যে বাসায় অবস্থান করছিলেন সেটি ২০ হাজার টাকায় ভাড়া করা ছিল।

বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, জুলাই ২৪, ২০২৩
এসজেএ/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।