ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

জাতীয়

দুই অবৈধ কয়েল কারখানা সিলগালাসহ ২ লাখ টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৬, জুলাই ২৪, ২০২৩
দুই অবৈধ কয়েল কারখানা সিলগালাসহ ২ লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জ: জেলার রূপগঞ্জে অবৈধ কয়েল কারখানাগুলোয় সাঁড়াশি অভিযান পরিচালনা করে সানমুন জাম্বো কয়েল ও নিউ সোলার বুস্টার নামে দুটি অবৈধ কয়েল কারখানাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে বিএসটিআই।

সোমবার (২৪ জুলাই) সকাল থেকে বিকেল পর্যন্ত বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজ সরকারের নেতৃত্বে উপজেলার তারাব পৌরসভার মৈকুলী এলাকায় এ অভিযান পরিচালনা করেন তারা।

এ সময় কয়েল কারখানাটি দুটি সিলগালা ও মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়।

বিএসটিআইয়ের সহকারী পরিচালক জিসান আহমেদ তালুকদার বলেন, সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত আমরা মৈকুলী এলাকায় সানমুন কয়েল কারখানা ও নিউ সোলার কয়েল কারখানায় অভিযান পরিচালনা করি। এ সময় সানমুন কয়েল কারখানাটি বিএসটিআইয়ের অনুমোদন না নিয়ে উৎপাদন কাজ করছিল। এ কারণে কারখানাটিকে ৫০ হাজার টাকা জরিমানা করে সিলগালা করে দেওয়া হয়।

এদিকে, নিউ সোলার কয়েল কারখানাটি নিউ সোলার ও ত্রিপল সেভেন নামে দুইটা ব্র্যান্ডের কয়েল অবৈধভাবে উৎপাদন করে আসছিল। এ কারণে কয়েল কারখানাটিকে দেড় লাখ টাকা জরিমানা করে সিলগালা করে দেওয়া হয়। অবৈধ কারখানার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, জুলাই ২৪, ২০২৩
এমআরপি/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।