ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

নওগাঁয় ১৯২ বোতল ফেনসিডিলসহ কারবারি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫২ ঘণ্টা, জুলাই ২৫, ২০২৩
নওগাঁয় ১৯২ বোতল ফেনসিডিলসহ কারবারি আটক

নওগাঁ: জেলার ধামইরহাট উপজেলা থেকে ১৯২ বোতল ফেনসিডিলসহ রিদয় হোসেন (২৪) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫) জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।

মঙ্গলবার (২৫ জুলাই) সকালে র‍্যাব-৫ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আটক রিদয় হোসেন উপজেলার ধুরইল গ্রামের মেসবাউল সরকার খাঁনের ছেলে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে রিদয় তার নিজ বাড়িতে মাদকের একটি বড় চালান মজুদ করেছে। জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা তার বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় বাড়ি থেকে ১৯২ বোতল ফেনসিডিলসহ রিদয় হোসেনকে আটক করা হয়।  

পরবর্তীতে আসামির বিরুদ্ধে ধামইরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে একটি মামলা রুজু করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৫১ ঘণ্টা, জুলাই ২৫, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।