ঢাকা, শনিবার, ২৪ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

চালকদের মেডিকেল চেকআপের উদ্যোগ ফায়ার সার্ভিসের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, জুলাই ২৫, ২০২৩
চালকদের মেডিকেল চেকআপের উদ্যোগ ফায়ার সার্ভিসের

ঢাকা: নারায়ণগঞ্জের ফতুল্লায় আগুন নিভানোর জন্য পানিবাহী গাড়ি চালিয়ে ঘটনাস্থলে যাওয়ার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে ফায়ার সার্ভিসের গাড়ি চালক জাহাঙ্গীর হোসেন মারা যান। এ ঘটনায় নড়েচড়ে বসেছে অধিদপ্তরটি।

এবার গাড়ি চালকদের মেডিকেল চেকআপের উদ্যোগ নিয়েছে ফায়ার সার্ভিস।

সোমবার (২৪ জুলাই) ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া কর্মকর্তা শাজাহান সিকদার এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, নারায়ণগঞ্জের ফতুল্লা বিসিক এলাকার ফকির অ্যাপারেলস-এ অগ্নিদুর্ঘটনা সংঘটিত হয়। খবর পেয়ে হাজীগঞ্জ ফায়ার স্টেশন থেকে ড্রাইভার মো. জাহাঙ্গীর হোসেন দুর্ঘটনাস্থলের উদ্দেশে গাড়ি নিয়ে রওনা করেন। গাড়িটি চাষাঢ়া মোড়ে পৌঁছালে চালক জাহাঙ্গীর হোসেন (৪৮) হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন। পানিবাহী গাড়িটি তখন নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি যাত্রীবাহী বাসকে ধাক্কা দিলে সড়কে অপর একজন মারা যান। এতে বেশ কয়েকজন আহত হন।

তিনি আরও জানান, ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়ানোর লক্ষ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে কর্মরত সব গাড়ি চালকের মেডিকেল চেকআপের উদ্যোগ নিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। এ অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দিয়েছেন।

উল্লেখ্য, ১৯৯৪ সালে গাড়ি চালক হিসেবে চাকরিতে যোগ দেন জাহাঙ্গীর হোসেন। তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলায়। তিনি দুই মেয়ে ও এক ছেলের জনক ছিলেন তিনি।

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, জুলাই ২৫, ২০২৩
এজেডএস/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।