ঢাকা, শনিবার, ২৪ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

পরিকল্পিত পদক্ষেপে মৎস্যখাতে বিপ্লব হচ্ছে: স্পিকার 

স্টাফ করসেপন্ডন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, জুলাই ২৫, ২০২৩
পরিকল্পিত পদক্ষেপে মৎস্যখাতে বিপ্লব হচ্ছে: স্পিকার  ছবি: শাকিল আহমেদ

ঢাকা: জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, মৎস্যখাতের উন্নতি ও সমৃদ্ধি এমনি এমনি হয়নি, পরিকল্পিত পদক্ষেপের জন্যই হয়েছে। সরকারের নীতি সহায়তাসহ নানান ধরনের উদ্যোগের কারণে মৎস্যখাতে নীরব বিপ্লব হচ্ছে।

মঙ্গলবার (২৫ জুলাই) দুপুর ১২টার দিকে রাজধানী ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় মৎস্য সপ্তাহ-২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শিরীন শারমিন চৌধুরী বলেন, ১৯৭২ সালে মৎস্য খাতে দূরদর্শিতার পরিচয় দেন বঙ্গবন্ধু। তিনি মৎস্যখাতের উন্নয়নে ১৯৭৩ সালে গণভবনে মাছের পোনা অবমুক্ত করে সামাজিক আন্দোলনের প্রবর্তন করেন। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৎস্যচাষি, জেলেদের উন্নয়নে কাজ করেছেন। বদ্ধ ও উন্মুক্ত জলাশয়ে মৎস্য চাষ, নদী ও সমুদ্রে মাছের অভয়াশ্রম ঘোষণা ও বাস্তবায়নের সঙ্গে সঙ্গে নানান ধরনের নীতি সহায়তা দিয়েছেন।

তিনি আরও বলেন, আজ মৎস্য লাভবান খাতে পরিণত হয়েছে। জাতীয় অর্থনীতিতে মৎস্য খাতের অবদান বিবেচনায় এনে দেশের মৎস্য সম্পদের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ ও কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এতে একদিকে উন্মোচিত হয়েছে নতুন কর্মক্ষেত্র, হ্রাস পাচ্ছে বেকারত্ব। অর্থনীতি সমৃদ্ধ হচ্ছে, পুষ্টি চাহিদা পূরণ হচ্ছে। রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন হয়েছে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশীদ।

বাংলাদেশ সময়: ১৪২৬, জুলাই ২৫, ২০২৩
এনবি/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।