ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, জুলাই ২৫, ২০২৩
চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় ডুবে শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জের পদ্মা নদীতে ডুবে বাশার আলী (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৫ জুলাই) সকালে শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের বোগলাউড়ি এলাকায় ঘটে এ দুর্ঘটনা।

নিহত বাশার একই এলাকার লক্ষ্মীপুর বোগলাউরী গ্রামের মিল্টন আলীর ছেলে।

পাঁকা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান কামাল উদ্দিন জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বাশার ও তার দুই বন্ধু নদীতে গোসল করতে নামে। এক পর্যায়ে বাশার নদীতে ডুব দেওয়ার পর আর উঠে না আসলে তার দুই বন্ধু বাড়িতে খবর দেয়। খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা চালান। পাশাপাশি শিবগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা দুপুর ১টার দিকে মরদেহটি উদ্ধার করেন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জুবায়ের হোসেন পদ্মায় ডুবে এক শিশুর নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, জুলাই ২৫, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।