ময়মনসিংহ: ময়মনসিংহের গফরগাঁওয়ে ট্রেনের ধাক্কায় আহত সাংবাদিক মো. আজিম উদ্দিন মাস্টার (৭৯) হাসপাতালে মারা গেছেন। এ ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয় সাংবাদিকদের মধ্যে শোকাবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (২৫ জুলাই) সকাল ১১টার দিকে গফরগাঁও উপজেলার রৌহা মীরবাজার রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
আজিম উদ্দিন মাস্টার গফরগাঁও প্রেসক্লাবের সিনিয়র সদস্য এবং দৈনিক খবরপত্র পত্রিকার উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। এছাড়াও তিনি উপজেলার তেঁতুলিয়া উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক। পৌর এলাকার হাটুরিয়া গ্রামের বাসিন্দা তিনি।
সাংবাদিক আজিম উদ্দিনের ছেলে মো. সোহেল বাংলানিউজকে তাঁর বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সাংবাদিকরা জানান, সকালে আজিম উদ্দিন বাড়ি থেকে বের হয়ে মীরবাজার রেললাইন ক্রস করছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেন তাকে ধাক্কা দিলে পাশের সড়কে ছিটকে পড়েন তিনি। এতে তিনি মাথা ও হাত-পায়ে গুরুতর আঘাত পান।
স্থানীয়রা তাৎক্ষণিক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে রেফার্ড করেন। পরে তাকে মমেক হাসপাতালে ভর্তি করা হলে সেখানে কিছুক্ষণ পরেই তিনি মারা যান।
তবে ঘটনার বিষয়ে জানতে চাইলে ময়মনসিংহ রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন আহম্মেদ বাংলানিউজকে বলেন, এ ধরনের কোনো তথ্য আমাদের জানা নেই খোঁজ নিয়ে দেখছি।
প্রসঙ্গত, সাংবাদিক আজিম উদ্দিন মাস্টার মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছে গফরগাঁও প্রেসক্লাবের সদস্যরা।
বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, জুলাই ২৫, ২০২৩
আরএ