ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নবাবগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, জুলাই ২৫, ২০২৩
নবাবগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

নবাবগঞ্জ (ঢাকা): ঢাকার নবাবগঞ্জ উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ উদ্‌যাপন করা হয়েছে।  

মঙ্গলবার (২৫ জুলাই) সকাল ১১টায় মৎস্য সপ্তাহ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করেন নবাবগঞ্জ উপজেলা মৎস্য অফিস কর্মকর্তারা।

এ সময় র‌্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।  

র‌্যালি শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে সংক্ষিপ্ত আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার শ্রেষ্ঠ মৎস্য চাষিকে পুরস্কার প্রদান করা হয়। এবছর শ্রেষ্ঠ মৎস্য চাষির পুরস্কার লাভ করেন বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদকপ্রাপ্ত প্রতিষ্ঠান নিপু ট্রেডার্সের কর্ণধার অনুপম দত্ত নিপু।

অনুষ্ঠান উপস্থিত ছিলেন- নবাবগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা কারিশমা আহমেদ জাকসি, নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আ. হালিম, উপজেলার অন্যান্য সহকারী মৎস্য কর্মকর্তারা।  

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, জুলাই ২৫, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।