ঢাকা, শুক্রবার, ১৪ আষাঢ় ১৪৩১, ২৮ জুন ২০২৪, ২০ জিলহজ ১৪৪৫

জাতীয়

হিরো আলমকে প্রাণনাশের হুমকিদাতা আটক

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, জুলাই ২৫, ২০২৩
হিরো আলমকে প্রাণনাশের হুমকিদাতা আটক হিরো আলম, ইনসাটে আটক আবু আহমেদ।

ঢাকা: আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় আবু আহমেদ (২৪) নামের একজনকে আটক করেছে পুলিশ।

তথ্য ও প্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করার পর মঙ্গলবার (২৫ জুলাই) বিকেলে সিলেটের গোলাপগঞ্জের ভাদেশ্বর এলাকা থেকে তাকে আটক করে ডিএমপির হাতিরঝিল থানা পুলিশের একটি টিম।

 

মঙ্গলবার (২৫ জুলাই) বিকেলে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আওলাদ হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।  

তিনি বলেন, হিরো আলমকে হুমকি দেওয়া ব্যক্তির অবস্থান শনাক্তের পর সিলেটের গোলাপগঞ্জের ভাদেশ্বর এলাকা থেকে তাকে আটক করা হয়।  

আসামি আবু আহমেদকে সিলেট থেকে ঢাকায় নিয়ে আসা হচ্ছে বলেও জানান তিনি।  

এর আগে সোমবার (২৪ জুলাই) রাতে হিরো আলমকে অজ্ঞাত এক নম্বর থেকে ফোন করে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।  

তিনি এবার ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেছিলেন।

এই হুমকি পেয়ে নিজের নিরাপত্তা চেয়ে রাতেই রাজধানীর হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি-১৩৬১) করেন হিরো আলম।

হুমকির বিষয়ে হিরো আলম জানান, সোমবার (২৪ জুলাই) রাত পৌনে ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যকার সময়ে আমার ব্যক্তিগত মোবাইল নম্বরে অজ্ঞাত ব্যক্তি কল দিয়ে আমাকে অকথ্যভাষায় গালিগালাজসহ আমাকে দেখে নেওয়ার জন্য হুমকি দেন। আমি তাকে গালিগালাজ করতে নিষেধ করলে তিনি আগামী সাত দিনের মধ্যে আমাকে প্রাণে মেরে বুড়িগঙ্গায় ফেলে দেবে বলে আবারও হুমকি দেয়।  

এখন আমি অনেকটা শঙ্কিত। নিজের নিরাপত্তা চেয়ে আমি রাতেই হাতিরঝিল থানায় একটি জিডি দায়ের করেছি বলে যোগ করেন হিরো আলম।  

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, জুলাই ২৫, ২০২৩
এসজেএ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।