ঢাকা, রবিবার, ২ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ নভেম্বর ২০২৪, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

এসপিবিএনের ব্যারাকে মিলল এএসআইয়ের লাশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, জুলাই ২৬, ২০২৩
এসপিবিএনের ব্যারাকে মিলল এএসআইয়ের লাশ

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরের বছিলা এলাকায় স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়নের (এসপিবিএন) ব্যারাক থেকে মোতালেব (৩৭) নামের এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মৃত মোতালেব ওই এসপিবিএন-২- এর সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত ছিলেন।



বুধবার (২৬ জুলাই) রাত ৮টায় এ তথ্য নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুল হক ভূঁইয়া।

তিনি জানান, দুপুরে খবর পেয়ে বছিলায় অবস্থিত এসপিবিএন-২- এর ব্যারাক থেকে ওই এএসআইয়ের মরদেহ উদ্ধার করা হয়।  জানা গেছে, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বিশেষ নিরাপত্তা ও সুরক্ষা ব্যাটালিয়ন (এসপিবিএন) বাংলাদেশ পুলিশের একটি বিশেষ শাখা। এই বিশেষ ব্যাটালিয়ন বাংলাদেশের রাষ্ট্রপতি এবং গুরুত্বপূর্ণ বিদেশি অতিথিদের নিরাপত্তার কাজে নিয়োজিত থাকে।

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, জুলাই ২৬, ২০২৩
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।