ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

কেরানীগঞ্জে ছিনতাইকারী সর্দার লিটন আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, জুলাই ২৬, ২০২৩
কেরানীগঞ্জে ছিনতাইকারী সর্দার লিটন আটক

ঢাকা: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে কুখ্যাত ছিনতাইকারী সর্দার পোছ লিটনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

বুধবার (২৬ জুলাই) তাকে গ্রেপ্তারের বিষয়টি জানান র‌্যাব-১০- এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দীন।



তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আব্দুল্লাহপুর এলাকায় অভিযান চালিয়ে কুখ্যাত ছিনতাইকারী সর্দার মো. লিটন ওরফে পোছ লিটনকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়।

গ্রেপ্তার পোছ লিটন একজন ছিনতাইকারী চক্রের সর্দার। লিটন বেশ কিছুদিন ধরে দক্ষিণ কেরানীগঞ্জসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই ও মাদক ব্যবসাসহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালানা করে আসছিল। তার বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় ছিনতাই ও মাদক মামলাসহ একাধিক মামলা রয়েছে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, জুলাই ২৬, ২০২৩
পিএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।