ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

নোয়াখালীতে ৩০ কেজি গাঁজাসহ কারবারি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, জুলাই ২৭, ২০২৩
নোয়াখালীতে ৩০ কেজি গাঁজাসহ কারবারি আটক

নোয়াখালী: নোয়াখালী সদরে একটি প্রাইভেটকারে তল্লাশি করে ৩০ কেজি গাঁজাসহ জয়নাল আবেদীন (৩৫) নামে কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে।

 

বহস্পতিবার (২৭ জুলাই) বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মাহমুদুল হাসান।  

এর আগে, একই দিন সকালে উপজেলার দাদপুর ইউনিয়ন থেকে তাকে আটক করা হয়।  

আটক জয়নাল লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার টুমচর গ্রামের বড় হুজুরের বাড়ির রফিক উল্যার ছেলে।  

বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে জেলা সদর উপজেলার দাদপুর ইউনিয়নে অভিযান চালায় র‌্যাব। এ সময় একটি প্রাইভেটকারের গতিরোধ করে তল্লাশি করলে আটটি আলাদা বান্ডেল থেকে ৩০ কেজি গাঁজা জব্দ পেয়ে জব্দসহ কারবারি জয়নালকে আটক করা হয়।  এ ঘটনায় তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, জুলাই ২৭, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।