ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বার বার দরকার শেখ হাসিনার সরকার: সেলিম আহমদ  

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৪ ঘণ্টা, জুলাই ২৭, ২০২৩
বার বার দরকার শেখ হাসিনার সরকার: সেলিম আহমদ   সমাবেশে বক্তব্য রাখছেন সেলিম আহমদ

আওয়ামী লীগ নেতা ও সুনামগঞ্জ ফাউন্ডেশনের চেয়ারম্যান সেলিম আহমদ বলেছেন, যখন দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সর্বক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে, সেই সময়ে বিএনপি-জামায়াত সন্ত্রাসের মাধ্যমে এই অগ্রযাত্রা থামিয়ে দিতে চাইছে।  

আগামীতেও দেশের এই উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে হলে শেখ হাসিনার সরকার বার বার দরকার বলে তিনি মন্তব্য করেন।

 

বৃহস্পতিবার (২৭ জুলাই) সুনামগঞ্জের জামালগঞ্জে শান্তি সমাবেশে এসব মন্তব্য করেন সেলিম আহমদ।

ছাত্রলীগের সাবেক এই কেন্দ্রীয় নেতার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন প্রান্ত নেতা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতা, কর্মী, সমর্থক ও সাধারণ জনগণ এতে অংশ নেয়।  

সমাবেশে সেলিম আহমদ বলেন, সারাদেশে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী ও জনগণ এই অপশক্তির (বিএনপি-জামায়াত) বিরুদ্ধে সোচ্চার হয়েছে। এদেরকে রুখে দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামীতে নৌকার বিজয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।  

সমাবেশের আগে হাজার হাজার নেতাকর্মী উন্নয়ন শোভাযাত্রা করে, যা জামালগঞ্জের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।  

বাংলাদেশ সময়: ২২০১ ঘণ্টা, জুলাই ২৭, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।