ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ‘নিউজ টোয়েন্টিফোর’ এর প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৩ ঘণ্টা, জুলাই ২৮, ২০২৩
বগুড়ায় ‘নিউজ টোয়েন্টিফোর’ এর প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বগুড়া: সংবাদ ভিত্তিক টিভি চ্যানেল ‘নিউজ টোয়েন্টিফোর’ এর ৮ম বর্ষে পদার্পণ উপলক্ষে বগুড়ায় কেককাটা, র‌্যালি, আলোচনা সভা ও ফুলেল শুভেচ্ছা বিনিময় হয়েছে।

শুক্রবার (২৮ জুলাই) দুপুর ১২টার দিকে বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে এ আয়োজন করা হয় ৷

অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তব্য রাখেন বগুড়া পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী, স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ম. আব্দুর রাজ্জাক, বগুড়া প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিন্টু, বিএফইউজের নির্বাহী সদস্য প্রদীপ ভট্টাচার্য শংকর, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জেএম রউফ, সম্মিলিত সাংস্কৃতি জোটের সাধারণ সম্পাদক সাঈদ সিদ্দিকী, ব্যবসায়ী নেতা পরিমল প্রসাদ রাজ, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের বগুড়া প্রেস ইউনিটের ব্যবস্থাপক কারিমুল্লাহ।

 

বাংলাদেশ প্রতিদিন বগুড়ার সিনিয়র রিপোর্টার আব্দুর রহমান টুলুর সভাপতিত্বে ও নিউজ টোয়েন্টিফোর বগুড়া প্রতিনিধি আব্দুস সালাম বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম, সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ, সিনিয়র সাংবাদিক সমুদ্র হক, ঠান্ডা আজাদ, রেজাউল হক বাবু, আবুল কালাম আজাদ, ইলিয়াস হোসেন, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সাজেদুর রহমান সিজু, পাঠাগার সম্পাদক এইচ আলিম, নির্বাহি সদস্য ফরহাদুজ্জামান শাহী, ফটো জানার্লিস্ট এসোসিয়েশনের সভাপতি আসাফ উদ দৌলা ডিউক ও স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় সদস্য মেহেদী হাসান রবিন।

আরও উপস্থিত ছিলেন বিএডিসি বগুড়ার কর্মকর্তা মাসুদ পারভেজ, মেরিডিয়ান ফাইন্যান্স কর্মকর্তা কবির আহম্মেদ, জেলা ছাত্রলীগ সভাপতি সজীব সাহা, পালস্ চেয়ারম্যান শিশির মোস্তাফিজ, সংস্কৃতজন আতিকুর রহমান মিঠু, মাহবুবর রহমান মানিক, যমুনা টিভির ব্যুরো প্রধান মেহেরুল সুজন, এশিয়ান টিভির সামছুল আলম লিটন, সাংবাদিক আহম্মেদ উল্লা মনু, শাহিনুর রহমান বিমু, সানাউল হক শুভ, বিধান সিংহ, আজিজ আহম্মেদ রুবেল, আলমগীর হোসেন, অরুপ রতন শীল, সিয়াম সাদিক আফ্রিদি, সাখাওয়াত হোসাইন জনি, মোয়াজ্জিম হোসেন, মুক্তার শেখ, মামুন, শাহনেওয়াজ শাওন, সজল শেখ, আব্দুর রাজ্জাক, ববিন রহমান, রাজিব, জয়, ও প্রভাষক ফরহাদ আলী খোকন।

এছাড়া উপস্থিত ছিলেন বিআরটিসি ব্যবসায়ী নেতা রেজাউল করিম ডাবলু, যুব সংগঠক লিটন রহমান, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের বগুডা প্রেস ইউনিটের সহকারী নির্বাহী কৌশিক শাহরিয়ার, ইঞ্জিনিয়ার বিপ্লব হোসাইন, সিটিপি ইনচার্জ ফারুক হোসাইন, শফিকুল ইসলাম সহ সাংবাদিকবৃন্দ, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়ী সংগঠনের নেতারা।  

অনুষ্ঠানে পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বলেন, ‘নিউজ টোয়েন্টিফোর’ এর যাত্রা শুরু থেকে আমি প্রত্যক্ষদর্শী ছিলাম। তারা একটি বিষয় নিশ্চিত করেছেন, নিউজ টোয়েন্টিফোর এর সাংগঠনিক কলেবর তারা ধরে রেখেছেন। প্রকৃত সংবাদকর্মী তৈরির মাধ্যম হিসেবে কাজ করে তাদের প্রশিক্ষণ দিয়ে সঠিক পথ দেখাচ্ছে। সংবাদমাধ্যম চ্যানেল হলেও গ্রামীণ সাংবাদিকতাকে প্রাধান্য দিয়ে গ্রামের খবর তুলে ধরছে সবার জন্য। উন্নয়ন সহযোগী সংবাদ পরিবেশনা ও প্রকৃত ঘটনা তুলে ধরে ৭ বছরে চ্যানেলটি সাধারণ মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে।

তিনি বলেন, সারাদেশের মতো বগুড়ার বিভিন্ন সংবাদ তুলে ধরে বগুড়াকে সারাদেশের মাঝে তুলে ধরা হচ্ছে। বগুড়ার সমস্যা ও সম্ভাবনাময় বিষয় তুলে ধরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে সফলতা অর্জন করেছে ‘নিউজ টোয়েন্টিফোর’।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। সে চেষ্টা আরও বেগবান করতে, ২০৪১ সালে উন্নত সমৃদ্ধ দেশ গড়তে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নিউজ টোয়েন্টিফোর দেশের উন্নয়ন এগিয়ে নিতে কাজ করছে।

বক্তারা বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালকসহ নিউজ টোয়েন্টি ফোর পরিবারের সার্বিক সফলতা কামনা করেন।  

সভাশেষে অতিথিরা কেক কাটেন ও র‌্যালিতে অংশগ্রহণ করেন। ৎ

এ সময় বগুড়া পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, সাংস্কৃতিক জোট, পুন্ড্রকথা ডটকম, পালস, এনসিএন নিউজ, জেলা ছাত্রলীগ, টিভি ক্যামেরা পারসন অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ‘নিউজ টোয়েন্টিফোর’ এর ৮ম বর্ষে পদার্পণে ফুলেল শুভেচ্ছা জানান।

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, জুলাই ২৮, ২০২৩
কেইউএ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।