ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে আগুনে পুড়ে ছাই নার্সারির ঘর 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৫৮, জুলাই ৩১, ২০২৩
নারায়ণগঞ্জে আগুনে পুড়ে ছাই নার্সারির ঘর 

নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ শহরের জামতলায় কেন্দ্রীয় ঈদগাহের বিপরীতে একটি নার্সারির খুপরি ঘরে রহস্যজনক অগ্নিকাণ্ড ঘটেছে।

রোববার (৩০ জুলাই) দিবাগত রাতে এ আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করে। তবে আগুনে ঘরে থাকা প্লাস্টিকের টবসহ সামগ্রী পুড়ে গেছে।

নারায়ণগঞ্জের মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার হামিদুর রহমান জানান, রাত সাড়ে ১২টায় সাগর নামে এক ব্যক্তির মালিকানাধীন নার্সারিতে অগ্নিকাণ্ডে একটি ডেরাঘর পুড়ে যায়। আমাদের দুটি ইউনিট তাৎক্ষণিক এসে আগুন নিয়ন্ত্রণ করেছে। আগুনের সূত্রপাত জানা যায়নি।

বাংলাদেশ সময়: ০৮৫৭ ঘণ্টা, জুলাই ৩১, ২০২৩
এমআরপি/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।