ঢাকা, বৃহস্পতিবার, ২২ কার্তিক ১৪৩১, ০৭ নভেম্বর ২০২৪, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হবিগঞ্জে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ২০০ ছাড়াল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, জুলাই ৩১, ২০২৩
হবিগঞ্জে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ২০০ ছাড়াল

হবিগঞ্জ: হবিগঞ্জ জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা ২০০ ছাড়িয়েছে।

এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন ২১ জন।

তবে এখন পর্যন্ত ডেঙ্গুতে কারো মৃত্যু হয়নি।

সোমবার (৩১ জুলাই) দুপুরে হবিগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগ থেকে এ তথ্য পাওয়া গেছে।

আক্রান্তরা ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল, লাখাই এবং মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

সোমবার সকাল পর্যন্ত জেলা সদর হাসপাতালে নতুন করে ১৪ জন ভর্তির তথ্য দেন হাসপাতালটির তত্ত্বাবধায়ক ডা. আমিনুল হক সরদার।

হাসপাতালটিতে মোট আক্রান্ত ডেঙ্গু রোগীর সংখ্যা ৮০। এর মধ্যে ২৪ জন হাসপাতালে ভর্তি, ৫০ জন সুস্থ এবং ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. তাজরিন মজুমদার জানান, সেখানে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নেওয়া রোগীর সংখ্যা শতাধিক। এখনও চিকিৎসা নিচ্ছেন ৩০ জন এবং বাকিরা সবাই সুস্থ।

এদিকে, মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সোমবার পর্যন্ত ভর্তি হওয়া ২২ জনের মধ্যে দুই জন চিকিৎসা নিচ্ছেন ও বাকিরা বাড়ি ফিরে গেছেন বলে জানা গেছে।

তিনটি হাসপাতালেই ডেঙ্গু রোগীদের জন্য বিশেষ কর্নার স্থাপন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, জুলাই ৩১, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।