ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ৯০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) গুলশান বিভাগ।
সোমবার (৩১ জুলাই) রাতে যাত্রাবাড়ী থানার মাতুয়াইল এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- মো. জুয়েল ওরফে চুক্কা জুয়েল ও মো. রাজিব সেখ।
ডিবি গুলশান বিভাগের সহকারী কমিশনার (এসি) বার্নাড এরিক বিশ্বাস জানান, কয়েকজন মাদক কারবারি ব্রাহ্মণবাড়ীয়া থেকে গাঁজা নিয়ে মাইক্রোবাসে করে যাত্রাবাড়ীর দিকে আসছে, এমন তথ্যের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবস্থান নেয় ডিবি পুলিশ। পরে পুলিশের গাড়ি দিয়ে তাদের ব্যারিকেড দেওয়া হলে মাইক্রোবাস রেখে পালানোর সময় জুয়েল ও রাজিবকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তল্লাশি করে ৯০ কেজি গাঁজাসহ মাইক্রোবাস জব্দ করা হয়।
সহকারী কমিশনার আরও জানান, গ্রেপ্তাররা ব্রাহ্মণবাড়ীয়া জেলা থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকার বিভিন্ন মাদক কারবারিদের কাছে বিক্রি করতো। তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, আগস্ট ১, ২০২৩
পিএম/এসএম