ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

জাল টাকার কারখানার সন্ধান, হোতাসহ গ্রেপ্তার ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৪ ঘণ্টা, আগস্ট ৫, ২০২৩
জাল টাকার কারখানার সন্ধান, হোতাসহ গ্রেপ্তার ৩

ঢাকা: রাজধানীর লালবাগ এলাকায় জাল টাকা তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। এ সময় জালটাকা তৈরি চক্রের হোতাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৪ আগস্ট) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তবে প্রাথমিকভাবে গ্রেপ্তারদের বিস্তারিত নাম-পরিচয় জানা যায়নি।

ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে. এন. রায় নিয়তি জানান, জাল টাকা তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে। দশ লাখ বিশ হাজার জাল টাকা, ভারতীয় এক লাখ জাল রুপি ও জাল টাকা তৈরির যাবতীয় সরঞ্জামাদি জব্দ করা হয়েছে। জালটাকা তৈরি চক্রের মূলহোতাসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (৫ আগস্ট) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২৪২৫ ঘণ্টা, আগস্ট ০৫, ২০২৩
পিএম/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।