ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শেখ কামালের জন্মদিন উপলক্ষে রাঙামাটিতে প্রীতি ফুটবল ম্যাচ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১২ ঘণ্টা, আগস্ট ৬, ২০২৩
শেখ কামালের জন্মদিন উপলক্ষে রাঙামাটিতে প্রীতি ফুটবল ম্যাচ

রাঙামাটি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।  

শনিবার (৫ আগস্ট) বিকেলে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে চিংহ্লমং মারী স্টেডিয়ামে এ ম্যাচ অনুষ্ঠিত হয়।

প্রীতি ম্যাচে রাঙামাটি জেলা প্রশাসন ফুটবল দল বনাম রাঙামাটি পৌরসভা ফুটবল দল মোকাবিলা করে। খেলায় জেলা প্রশাসন ১-০ গোলের ব্যবধানে রাঙামাটি পৌরসভা দলকে পরাজিত করে।

প্রধান অতিথি থেকে বিজয়ী এবং খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন, জেলা প্রশাসক মোশারফ হোসেন খান।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক এস.এম. ফেরদৌস ইসলাম, সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহম্মেদ, জেলা ক্রীড়া সংস্থার সহ- সভাপতি বরুণ দেওয়ান ও সাধারণ সম্পাদক শফিউল আজমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এদিকে খেলা শেষে স্টেডিয়াম প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন অতিথিরা।

বাংলাদেশ সময়: ০২১২ ঘণ্টা, আগস্ট ৬, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।