ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

মুন্সিগঞ্জে ট্রলারডুবি: পাঁচজনের সন্ধান মেলেনি এখনও 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৩ ঘণ্টা, আগস্ট ৬, ২০২৩
মুন্সিগঞ্জে ট্রলারডুবি: পাঁচজনের সন্ধান মেলেনি এখনও  মুন্সিগঞ্জের লৌহজংয়ে ট্রলারডুবির ঘটনায় চলছে উদ্ধার অভিযান। ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জের লৌহজংয়ে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ পাঁচজনের সন্ধান এখনও মেলেনি। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিস, বিআইডব্লিউটিএ ও নৌ পুলিশের অভিযান চলমান রয়েছে।

 

ডুবে যাওয়া ট্রলারের সন্ধান মিলেছে বলে জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) নারায়ণগঞ্জের উপপরিচালক ওবায়দুল করিম খান।

তিনি গণমাধ্যমকে বলেন,  ট্রলারডুবির ঘটনায় এখনো পাঁচজন নিখোঁজ রয়েছেন। তাদের মধ্যে দুজন শিশু ও তিনজন নারী। ডুবে যাওয়া ট্রলার পাওয়া গেছে। সেটি চেইনের মাধ্যমে ওপরের দিকে টেনে তোলার চেষ্টা চলছে।  

দুর্ঘটনার পর গতকাল (শনিবার) রাত ১২টা পর্যন্ত ৮ জনের মরদেহ পাওয়া যায়। রাতে বৃষ্টির কারণে উদ্ধার অভিযান ব্যাহত হয়। ভোর সাড়ে পাঁচটা থেকে আবারও উদ্ধার অভিযানে নামেন ফায়ার সার্ভিসের কর্মীরা।  

উদ্ধার অভিযান শুরুর আগ থেকেই নিখোঁজ ব্যক্তিদের স্বজনেরা ঘটনাস্থলের তীরে এসে অপেক্ষায় রয়েছেন। তাদের সঙ্গে উদ্ধার অভিযান দেখতে উৎসুক জনতা ভিড় জমিয়েছেন।

দুর্ঘটনার পর পর উদ্ধারাভিযানের তদারকি করছেন মুন্সিগঞ্জ জেলা প্রশাসক আবু জাফর রিপন, পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান, লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আউয়ালসহ প্রশাসনের কর্মকর্তারা।

শনিবার (৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মার শাখা নদীতে বাল্কহেডের ধাক্কায় একটি পিকনিকের ট্রলার ডুবে যায়।  

এ দুর্ঘটনায় ৩৪ জনকে জীবিত উদ্ধার করা হলেও এখনও নিখোঁজ রয়েছেন পাঁচজন।  

মরদেহ মিলেছে আটজনের। তারা হলেন - মোকসেদা (৪২), পপি (২৬), শাকিব (৮), হ্যাপি (২৮), রাকিব (১২), সাজিবুল (৪), ফারিহান (১০) ও সজীব। তারা সবাই সিরাজদিখান উপজেলার লতাব্দি ইউনিয়নের বাসিন্দা।

বাংলাদেশ সময়: ১১৫৬ ঘণ্টা, আগস্ট ০৬, ২০২৩
এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।