ঢাকা, শুক্রবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় ভারতীয় ভিসা আবেদন সেন্টারে চুরি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫০ ঘণ্টা, আগস্ট ৭, ২০২৩
ব্রাহ্মণবাড়িয়ায় ভারতীয় ভিসা আবেদন সেন্টারে চুরি

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে চুরির ঘটনা ঘটেছে।  

রোববার (৬ আগস্ট) রাতের কোনো এক সময়ে ওই আবেদন কেন্দ্রে চুরির ঘটনা ঘটে।

 

পেছন দিকের গ্রিল কেটে চোরেরা এ কাণ্ড ঘটিয়েছে বলে নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন।  

ওসি বলেন, চোরেরা ওই ভিসা আবেদন কেন্দ্রের পেছন দিকের গ্রিল কেটে ভেতরে ঢুকে নগদ পাঁচ হাজার টাকা, চারটি বায়োমেট্রিক পেনড্রাইভ ও‌ সিসি ক্যামেরার ডিভাইস চুরি করে নিয়ে যায়।

খবর পেয়ে সোমবার (০৭ আগস্ট) সকালে জেলার পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করেছেন।

বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, আগস্ট ০৬, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।