ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলন থেকে ৬ জনকে আটকের অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, আগস্ট ৮, ২০২৩
এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলন থেকে ৬ জনকে আটকের অভিযোগ

ঢাকা: আসন্ন এইচএসসি পরীক্ষা পেছানোসহ চার দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো আন্দোলন করতে আসা ছয় শিক্ষার্থীকে আটকের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল করে শাহবাগে আসে শিক্ষার্থীরা।

শাহবাগ থানার সামনে আসার পর আন্দোলনরতদের ধাওয়া দেয় পুলিশ। পরে সেখান থেকে কয়েকজনকে আটক করে থানায় নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা।

ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আশরাফ হোসেন বলেন, এরা শিক্ষার্থী কি না, এ বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে। সোমবার (৭ আগস্ট) কয়েকজনকে জিজ্ঞাসা করলে উল্টাপাল্টা তথ্য দিচ্ছিল।

তাদের আগামী ১৭ তারিখে পরীক্ষা, অথচ কয়েক দিন আগে তারা পরীক্ষা পেছানো, ৫০ নম্বরের পরীক্ষার দাবিতে রাস্তায় নেমেছে। এটা অযৌক্তিক।

ডিসি বলেন, আজও তারা রাস্তায় নেমেছে। এ সময় তারা পুলিশের ওপর হামলা করেছে। কয়েকজনকে শাহবাগ থানায় নেওয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ শেষে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, আগস্ট ০৮, ২০২৩
পিএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।