ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

অপহরণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৬ ঘণ্টা, আগস্ট ৯, ২০২৩
অপহরণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার 

ঢাকা: অপহরণ মামলার প্রধান পলাতক আসামি মো. সালমান সরদারকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)।  

মঙ্গলবার (৮ আগস্ট) রাতে ঢাকা জেলার হেমায়েতপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এ সময় অপহরণকৃত ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।  

র‍্যাব-৩ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।  

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে ঢাকা জেলার হেমায়েতপুর থানাধীন এলাকায় অভিযান চালায় র‍্যাব-৩ এর একটি দল। অভিযানে অপহরণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার করা হয়।  

আসামি সালমানের বিরুদ্ধে খুলনা জেলার পাইকগাছা থানায় ৬ আগস্ট একটি অপহরণ মামলা হয়। মামলা হওয়ার পর থেকে আসামি রাজধানীর বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে আসছিল। আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা।  

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, আগস্ট ০৯, ২০২৩
এমএমআই/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।