ঢাকা, বৃহস্পতিবার, ২২ কার্তিক ১৪৩১, ০৭ নভেম্বর ২০২৪, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে আরও ১৪ জন ভর্তি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, আগস্ট ১০, ২০২৩
সাতক্ষীরায় ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে আরও ১৪ জন ভর্তি

সাতক্ষীরা: সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বর নিয়ে আক্রান্ত হয়ে আরও ১৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে জেলার সরকারি বেসরকারি হাসপাতালে ৩১ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন।

নতুন রোগীদের মধ্যে সাতক্ষীরা সদর হাসপাতালে একজন ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নয়জন, দেবহাটায় দুইজন ও কলারোয়ায় দুইজন রোগী ভর্তি হয়েছেন।

এছাড়া সবমিলিয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে একজন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ১৬ জন, আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজন, দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজন, কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন, কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন, শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজন, তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন এবং বেসরকারি প্রতিষ্ঠানে একজন রোগী চিকিৎসা নিচ্ছেন।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় ডেঙ্গুতে কোনো রোগীর মৃত্যু হয়নি। তবে এ পর্যন্ত জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭৪ জন রোগী। আর ১৫ জনেক অন্যত্র রেফার্ড করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, আগস্ট ১০, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।