ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

আনন্দবাজার ময়লার স্তূপে যমজ শিশুর মরদেহ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৭ ঘণ্টা, আগস্ট ১২, ২০২৩
আনন্দবাজার ময়লার স্তূপে যমজ শিশুর মরদেহ

ঢাকা: রাজধানীর আনন্দবাজারে ময়লার স্তুপ থেকে দুইটি ছেলে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের বয়স আনুমানিক ১ দিন।

শনিবার (১২ আগস্ট) এই তথ্য নিশ্চিত করেন পুলিশ।

গতরাতে শাহবাগ থানা পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মধ্যরাতে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ সরদার জানান, রাতে ট্রিপল লাইনের মাধ্যমে এক নারী থানায় খবর দেন। পরবর্তীতে আনন্দবাজারে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আবাসিক ভবন গেট সংলগ্ন রাস্তা থেকে মরদেহ দুইটি উদ্ধার করা হয়।

তিনি জানান, রাস্তায় ময়লার স্তুপে পুরাতন লুঙ্গি দিয়ে মোড়ানো অবস্থায় ছিল মরদেহ দুইটি। দেখে ধারণা করা হচ্ছে, যমজ বাচ্চা। রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গাইনি বিভাগে যোগাযোগ করা হয়েছিল। তবে সেখানে কোনো যমজ নবজাতকের মৃত্যু হয়নি। তাই ধারণা করা হচ্ছে, বাইরে থেকে মৃত অবস্থায় ফেলে রেখে গেছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১০৪২ ঘণ্টা, আগস্ট ১২, ২০২৩

এজেডএস/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।