ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

ফের উন্মুক্ত হলো দেবতাখুম পর্যটনকেন্দ্র

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৫
ফের উন্মুক্ত হলো দেবতাখুম পর্যটনকেন্দ্র

বান্দরবান: ফের দেশি-বিদেশি পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে বান্দরবানের রোয়াংছড়ির উপজেলার অন্যতম পর্যটনস্পট দেবতাখুম। আগামীকাল মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) থেকে পর্যটকরা দেবতাখুম পরিদর্শনের যেতে পারবেন।

সোমবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় বান্দরবানের জেলা প্রশাসক শামীম আর রিনি স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেলা আইনশৃঙ্খলা রক্ষা ও সমন্বয় সংক্রান্ত কোর কমিটির গত ১৬ জানুয়ারি সভার সিদ্ধান্ত এবং রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা গত ৪ ফেব্রুয়ারির একটি পত্রোর আলোকে বিষয়টি বিবেচনাপূর্বক আগামীকাল মঙ্গলবার থেকে দেবতাখুম পর্যটনকেন্দ্র সকল পর্যটকদের জন্য উন্মুক্ত করা হলো।

বান্দরবানের জেলা প্রশাসক শামীম আর রিনি জানান, দীর্ঘদিন ধরে বান্দরবানে সন্ত্রাসীদের ধরতে যৌথবাহিনীর অভিযান চলমান। যে কারণে রোয়াংছড়ি, রুমা ও থানচি উপজেলা নিষেধাজ্ঞার আওতায় ছিল। তবে পরিস্থিতি উন্নতি হওয়া ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকায় শুধুমাত্র রোয়াংছড়ি উপজেলার দেবতাখুমে ১১ ফেব্রুয়ারি থেকে সব পর্যটক ভ্রমণ করতে পারবে।

উল্লেখ্য, ২০২২ সালের সেপ্টেম্বর মাসের দিকে জেলার দুর্গম এলাকায় সশস্ত্র সন্ত্রাসীদের তৎপরতা বেড়ে যায়। সন্ত্রাসীদের ধরতে যৌথবাহিনীর অভিযান শুরু হয়। তাই পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে কয়েক দফায় জেলার থানচি, রুমা ও রোয়াংছড়ি উপজেলায় দেশি-বিদেশি সব পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা প্রদান করে গণবিজ্ঞপ্তি জারি করে জেলা প্রশাসন। দেবতাখুম উন্মুক্ত হলেও রুমা ও থানচি উপজেলায় নিষেধাজ্ঞা এখনো বহাল।

বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৫
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।