ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ডিমের দামে কারসাজি : ফরিদপুরে তিন প্রতিষ্ঠানকে জরিমানা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২৩
ডিমের দামে কারসাজি : ফরিদপুরে তিন প্রতিষ্ঠানকে জরিমানা 

ফরিদপুর: ডিমের দামে কারসাজি করায় এবং বিভিন্ন অনিয়মের অভিযোগে ফরিদপুরে তিনটি প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিদপ্তর ও সংরক্ষণ অধিদপ্তর।

রবিবার (১৩ আগস্ট) দুপুর ১২টা থেকে ২ টা পর্যন্ত ফরিদপুর শহরের তিতুমীর বাজার ও চকবাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ বলেন, ডিমের অস্বাভাবিক দাম নিয়ন্ত্রণে ডিমের আড়তে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ডিমের দামে কারসাজি করা, ডিমের বিক্রির রশিদে মূল্য না থাকা, মূল্য তালিকা যথাযথভাবে সংরক্ষণ ও প্রদর্শন না করার অপরাধে চকবাজারে মিতালী ট্রেডার্সকে ৫ হাজার টাকা, ওহাব ডিম স্টোরকে ৩ হাজার এবং নিউমার্কেটের তিতুমীর বাজারে সিরাজ ট্রেডার্সকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।  

তিনি বলেন, এই তিন প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় জেলার সিনিয়র বিপণন কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, সিনিয়র বিপণন কর্মকর্তা, জেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক  মো. বজলুর রশিদ খান, সিভিল সার্জন অফিস এবং জেলা পুলিশের ১টি টিম উপস্থিত থেকে অভিযানে সার্বিক সহযোগিতা করেন।  

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২৩

এমআইএইচ/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।