ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রামগড় থেকে যুবকের মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৯ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২৩
রামগড় থেকে যুবকের মরদেহ উদ্ধার

খাগড়াছড়ি: খাগড়াছড়ির রামগড় উপজেলা থেকে ইসমাইল হোসেন (২৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৪ আগস্ট) বিকেলে উপজেলার সোনাইরখিল এলাকায় এ ঘটনা ঘটে।

ইসমাইল ওই গ্রামের মো. ইদ্রিসের ছেলে। পরিবারের দাবি হতাশা থেকে ইসমাইল আত্মহত্যা করে থাকতে পারেন।

ইসমাইলের স্ত্রী সলেমা বেগম বলেন, তিনি (মৃত ইসমাইল) কয়েকটি এনজিওর কাছে ঋণ নিয়ে পরিশোধ করতে না পারায় হতাশাগ্রস্ত হয়ে পড়েন। সংসারে অভাব অনটন লেগেই ছিল। কয়েকদিন আগে আমি বাবার বাড়ি বেড়াতে আসি। কিন্তু আজকে উনি না যাওয়ায় খোঁজ নিতে এসে ঘরের ভেতরে গলায় রশি দিয়ে পেঁচানো অবস্থায় দেখতে পাই। পরে আমার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশে খবর দেয়।

রামগড় থানার উপ-পরিদর্শক (এসআই) শামসুল আমিন বাংলানিউজকে বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠিয়েছি। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২৩
এডি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।