ঢাকা, বুধবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

৯ দিন পর কাপ্তাই হ্রদে ট্যুরিস্ট বোট চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫০ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২৩
৯ দিন পর কাপ্তাই হ্রদে ট্যুরিস্ট বোট চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাঙামাটি: নয়দিন পর রাঙামাটির কাপ্তাই হ্রদে ট্যুরিস্ট বোট চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে জেলা প্রশাসন।

সোমবার (১৪ আগস্ট) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম।

তিনি বলেন, হ্রদে যেহেতু পাহাড়ি ঢল নেই তাই ট্যুরিস্ট বোট চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

রাঙামাটি পর্যটন ঘাটের বোট মালিক সমিতির সহ-সভাপতি রমজান আলী বলেন, প্রবল বর্ষণে পাহাড়ি ঢলের কারণে দুর্ঘটনা এড়াতে কাপ্তাই হ্রদে ট্যুরিস্ট বোট চলাচলে নিষেধাজ্ঞা দেয় জেলা প্রশাসন। আজ ৯ দিন পর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৪৯ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।