মাদারীপুর: মাদারীপুরে জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী উপলক্ষে এতিম ৫০ জন শিশুকে নিয়ে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুরের দিকে পুলিশ লাইনের ড্রিল সেডের আয়োজন করেন জেলার পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)।
ভালো পরিবেশে ভালো খাবার খেয়ে আনন্দিত হয় এসব শিশুরা। তাদের এ আনন্দে হাসি ফুটে উঠে আয়োজকদেরও মুখেও। খাওয়া-দাওয়া শেষে কুশলাদি বিনিময়ের পাশাপাশি শিশুদের সঙ্গে কিছু মুহূর্তের জন্য খুনশুটিতে মেতে ওঠেন জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি)। শিশুদের কাছে টেনে জড়িয়ে নেন বাহুবন্ধনে।
পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রী শিউলী আক্তার জানান, পুনাকের উদ্দেশ্যই হচ্ছে সমাজের অসহায় মানুষের পাশে থেকে তাদের জন্য কাজ করা। এসব এতিম শিশুদের জন্য ভালবাসা ও মমত্ববোধ থেকে আমাদের আজকের এই আয়োজন। আমরা মনে করি, এসব শিশুরা বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে আগামীতে এগিয়ে আসবে।
এতিম শিশুদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন ডিসি মোহাম্মদ মারুফুর রশিদ খান, এসপি মো. মাসুদ আলম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শাহজাহান হাওলাদার, মাদারীপুর পৌরসভার সাবেক মেয়র ও বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান খান ও নূরুল আলম চৌধুরীসহ অন্যরা।
বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২৩
এসআরএস