ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

গাংনীতে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৮ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২৩
গাংনীতে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

মেহেরপুর: গাংনী উপজেলার সাহারবাটি গ্রামে অভিযান চালিয়ে সুমন হোসেন (২০) নামের এক ধর্ষককে গ্রেপ্তার করেছে গাংনী থানা পুলিশ।

বুধবার (১৬ আগস্ট) বেলা ১১টার দিকে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

সুমন গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের মাদরাসা পাড়ার টুকুল হোসেনের ছেলে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক এই তথ্য নিশ্চিত করেছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপ-পরিদর্শক (এসআই) জহির রায়হান জানান, ঝিনাইদহের শৈলকুপার দিনমজুর বকুল হোসেন ও তার স্ত্রী আকলিমা খাতুন ও ভিকটিম সাহারবাটি গ্রামের সবজি ব্যবসায়ী সুমনের বাড়িতে ভাড়ায় থাকেন। বুধবার ভোররাতে বাড়ির মালিক সুমন ভাড়াটিয়া বকুলের পালিত মেয়েকে (ভিকটিম) একা পেয়ে ধর্ষণ করে।

তিনি আরও জানান, এ ঘটনায় ভিকটিমের বাবা বকুল হোসেন বাদি হয়ে সুমনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। পরে অভিযান চালিয়ে সুমনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।