ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মায়ের সঙ্গে রাস্তা পার হতে গিয়ে প্রাণ গেল শিশুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২৩
মায়ের সঙ্গে রাস্তা পার হতে গিয়ে প্রাণ গেল শিশুর ফাইল ফটো

নরসিংদী: নরসিংদীর রায়পুরায় রাস্তা পারাপারের সময় অটোরিকশার ধাক্কায় সাড়ে রমজান মিয়া নামে পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৮ আগস্ট) সকালে রায়পুরা পৌর শহরের রাজিউদ্দিন আহমেদ রাজু অডিটোরিয়ামের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রমজান রায়পুরা পৌর এলাকার মেথিকান্দা গ্রামের মামুন মিয়ার ছেলে।

নিহত শিশুর রমজানের মা ঝর্ণা বেগম জানান, সকালে শিশু ছেলে রমজানকে সঙ্গে নিয়ে তিনি শ্রীরামপুর রেলগেট এলাকায় যান। সেখান থেকে বাড়ি ফেরার পথে রাজিদ্দিন আহমেদ রাজু অডিটোরিয়ামের সামনে এসে রাস্তা পারের সময় তিনি পার হয়ে অপর পাশে চলে গেলেও ছেলে রমজান ওইপারেই থেকে যায়। পরে রাস্তা পার হওয়ার সময় একটি অটোরিকশা ধাক্কা দেয় রমজানকে।  

এতে সে রাস্তা ছিটকে পড়ে মাথাসহ হাত ও পায়ে আঘাত পায়। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে রায়পুরা উপজেলা স্বস্থ‍্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দুপুর দেড়টার দিকে শিশু রমজান মারা যায়।

এ ব্যাপারে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমানের সঙ্গে যোগাযোগ করলে তিনি বিষয়টি অবগত নয় বলে জানান।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।