ঢাকা, বুধবার, ২৩ বৈশাখ ১৪৩২, ০৭ মে ২০২৫, ০৯ জিলকদ ১৪৪৬

জাতীয়

ছাত্রলীগের ছাত্রসমাবেশের তারিখ পরিবর্তন

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৯, আগস্ট ১৯, ২০২৩
ছাত্রলীগের ছাত্রসমাবেশের তারিখ পরিবর্তন

ঢাকা বিশ্ববিদ্যালয়: এইচএসসি পরীক্ষা, জনদুর্ভোগ বিবেচনা ও সাপ্তাহিক ছুটির দিন না হওয়ায় বাংলাদেশ ছাত্রলীগের ছাত্র সমাবেশের তারিখ পরিবর্তন করা হয়েছে। ৩১ আগস্টের পরিবর্তে ১ সেপ্টেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

শনিবার (১৯ আগস্ট) সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বাঙালির শোকের মাস আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব স্মরণে বাংলাদেশ ছাত্রলীগের পূর্বঘোষিত ৩১ আগস্ট

চলমান এইচএসসি পরীক্ষার্থীদের সুবিধার্থে, সাপ্তাহিক ছুটির দিনে না হওয়ায় জনদুর্ভোগ এড়াতে এবং সার্বিক শৃঙ্খলার স্বার্থে পরিবর্তিত তারিখে  ছাত্রসমাবেশটি অনুষ্ঠিত হবে। ছাত্রসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশ সময় ঘণ্টা আগস্ট ১৯,২০২৩
এসকেবি/এমএম
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।